Sagor Al Helal

aa2
  • সাম্প্রতিক লেখা

    Application for a Newspaper


    নার্গিস এখন আর বাড়ির লোকের কোনো কথা শোনেও না, তাদের দুঃখ দুর্দশায় পাশেও দাঁড়ায় না। কে খেলো, কে না খেলো কিংবা কেউ কোনো অসুবিধায় পড়লো কি না, সেই খোঁজ খবরও রাখে না। পরিবারের সদস্যরা এ নিয়ে বেশ নাখোশ। তাদের হাজারো চাহিদা উপেক্ষা করে তার যা ইচ্ছে, তা-ই করে চলেছে। যেহেতু, সংসারের তালাচাবী নার্গিসের কাছে তার কথার বাইরে যাওয়ার কারো সাধ্য নেই। সকলের মুখ যেনো বন্ধ থাকে, এ বিষয়ে তার ঘরের বাইরে একটা কাগজ আটকিয়ে দিয়েছে সে। সবাই মুখে কুলুপ এঁটে চুদুর মতো নার্গিস যা বলে, যা করতে হুকুম দেয় নত মস্তকে মেনে নেয়।

    এ বছর পাড়াতে দুর্গা পূঁজা খুব ধুম ধাম করে হচ্ছে। নার্গিস খুব নামাজী। তারপরও সে এসব অনুষ্ঠানাদিতে যায়। ভালোলাগার জন্য নয়। অমল তাকে বলে দিয়েছে- যা হবার আগে হয়েছে। এখন সে ভালো হয়ে গিয়েছে। সুযোগ পেলে নার্গিসের জন্য যা যা করা যায় তা সে করবে। কিন্তু তার কথা মতো চলতে হবে। উৎপীড়নকারীর জন্য উৎপীড়িতের মনে প্রচুর ঘৃণা থাকলেও উৎপীড়নের স্মৃতি তার পিছু ছাড়ে না। নার্গিস তার বাইরে যায় কি করে! অমলের কথা তাকে মানতে হয়। অমলের ইচ্ছে দুর্গৌৎসব যেনো যথার্থভাবে সম্পন্ন হয় নার্গিস সেদিকে খেয়াল রাখে। সে খেয়াল তাকে রাখতে হবে। তাহাজ্জুদ নামাজে বসে দুর্গা পূঁজা সুন্দরভাবে সমাপ্ত করার জন্য দোয়া করে। 

    এবার এ এলাকায় ৩০,২২৫টি মন্ডপে দুর্গা পুজা হচ্ছে। পূজা উদযাপন পরিষদ সে কথাই জানিয়েছে। তবে, করোনা মহামারির প্রেক্ষিতে ১,১৭৩ টি মন্ডপে পূজা হচ্ছে না।মন্ডপগুলিতে সরকার নির্দেশিত যাবতীয় সুরক্ষা বিধি অক্ষরে অক্ষরে পালন করা হবে। দর্শনার্থীদের জন্য মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার সুনিশ্চিত করতে পুজো কমিটিগুলিকে নির্দেশ জারি করা হয়।


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad

    8-Copy