Sagor Al Helal

aa2
  • সাম্প্রতিক লেখা

    তেঁতুল বীজ ও আম্রপলি

    - সাগর আল হেলাল

    ************************


    শীতের বিকেল। সূর্যটা থাকছেই না হাজারো অনুরোধে। মগবাজারের ফুটপাতের উদোম শিশুগুলোর মুখ সন্ধ্যার মতোই কালো নিকষ হয়ে আসতে চায়। পরনে মলিন ছেঁড়া পোষাক। গা-হাত-পায়ে মাটি ময়লা।

    কোট প্যান্ট টাই পরা এক ভদ্রলোক যাচ্ছিলেন। ছেলেগুলোর শরীর অবস্থা দেখে ওনার ভালো লাগে না। এতো ময়লা ? সমাজ সেবার দায়িত্ব নিয়ে বেশ ঠেকে গিয়েছে। পথকলিদের কল্যাণে কাজ করছেন তিনি, এমন কিছু প্রমাণ পত্র চাই। আর এ জন্যই পথে নামা। তাদের মাঝে দাঁড়িয়ে দু’একটি ছবি তোলা প্রয়োজন।

    পথকলিদের মাঝে দাঁড়াতে গা ঘিন ঘিন করে ওঠে ভদ্রলোকের। শীত কালে বৃষ্টি কম হয় মৌসুমী বায়ুর প্রভাবে। এ জন্যই এতো ধুলাবালি ওদের গায়ে। আজ হঠাৎ আকাশটা মেঘ মেঘ খেলা শুরু করেছে। ভদ্রলোক ভাবে- একটু বৃষ্টি হলে কেমন হতো ? ওদের গায়ের ময়লা ধুয়ে কিছুটা হলেও পরিষ্কার হয়ে যেতো। ওদের মাথার উপরতো কোন চাল নেই। বৃষ্টি এলে ভিজতেই হবে। সেটাই ভালো। বৃষ্টি নামুক।

    সূর্যটা বুড়ো মানুষের মতো ঘাড় ভেঙে দিগন্তে শুয়ে পড়লো। শিশুগুলো দুই হাত মুষ্টিবদ্ধ করে বুকের উপর ক্রস চিহ্ন এঁকে বসে আছে ফুটপাতে। আকাশের দিকে চেয়ে বিড়বিড় করে কি যেন বলে ! ভদ্রলোক বলে- আল্লাহ, একটু বৃষ্টি দাও।

    -

    সাগর আল হেলাল

    ০৫.০৪.২০২২

    ==============



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad

    8-Copy